অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশ, মিয়ানমার থেকে রাখাইন জনগোষ্ঠীর অনুপ্রবেশের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে


Rohingya refugees
Rohingya refugees

বাংলাদেশের পররাষ্ট্র দফতর মিয়ানমারের রাখাইন প্রদেশ থেকে বিপুল সংখ্যায় মুসলমান জনগোষ্ঠীর বাংলাদেশে অনুপ্রবেশের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সাথে সাথে বাংলাদেশে আশ্রয়গ্রহনকারীমিয়ানমারের নাগরিকদের অবিলম্বে স্বদেশে ফেরত নেয়ার জন্য দেশটির প্রতি আহবান জানানো হয়েছে। বৃহস্পতিবার ঢাকাস্থ মিয়ানমারের রাষ্ট্রদূতকে ঢাকায় পররাষ্ট্র দফতরে তলব করে এ ব্যাপারে এক প্রতিবাদ পত্র বা প্রোটেস্ট নোট হস্তান্তর করা হয়েছে। পররাষ্ট্র দফতরের সংশ্লিষ্ট বিভাগের সচিবের সাথে সাক্ষাতকালে ঢাকার পক্ষ থেকে রাষ্ট্রদূতকে জানানো হয়েছে যে, ৯ অক্টোবর থেকে এ পর্যন্ত কমপক্ষে ৫০ হাজার মিয়ানমারের নাগরিক বাংলাদেশে প্রবেশ করে আশ্রয় গ্রহন করেছে। আর আগে থেকেই আছে ৩ লাখের মতো। মিয়ানমারের রাখাইন রাজ্যের চলতি সংকট এবং যার কারণে রোহিঙ্গারা দেশান্তরী হচ্ছেন তার প্রকৃত কারণ অনুসন্ধান করে বাংলাদেশে তাদের অনুপ্রবেশ বন্ধ করার আহবান জানানো হয়। এছাড়া অবিলম্বে বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের নাগরিকদের স্বদেশে ফেরত নেয়ার ব্যাপারে কৌশল এবং পদ্ধতি নিয়ে আলোচনায় বাংলাদেশের আগ্রহের কথাও জানানো হয়েছে।
এদিকে, মঙ্গলবার বঙ্গোপসাগরে বাংলাদেশের নৌ সীমানায় মাছ ধরার সময় একটি বাংলাদেশী মাছ ধরার ট্রলারে গুলিবর্ষণে ৪ জন বাংলাদেশী জেলে গুরুতর আহত হওয়ার ঘটনায় ঢাকার গভীর উদ্বেগের কথাও জানানো হয়েছে মিয়ানমারের কাছে। বাংলাদেশ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছে।
এ সম্পর্কে ঢাকা থেকে আমীর খসরুর রিপোর্ট।

please wait

No media source currently available

0:00 0:00:58 0:00

XS
SM
MD
LG