অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে ধর্ষণের ঘটনা বেড়েই চলেছে


বাংলাদেশে ধর্ষণের ঘটনা বেড়েই চলেছে। একইসঙ্গে বেড়েছে নিষ্ঠুরতা ও ভয়াবহতা। শিশু কিংবা বৃদ্ধ কেইউ বাদ যাননি এ পাশবিকতা থেকে। ২০১৭ সনে সারাদেশে ধর্ষণের শিকার হয়েছে ৮১৮ জন নারী ও শিশু। এর আগের বছর এ সংখ্যা ছিলো ৫৫৯। অর্থ্যাৎ ২০১৬ সালের তুলনায় গত বছর ২৫৭ জন নারী ও শিশু বেশি নির্মমতার শিকার হয়েছে। এ পরিসংখ্যান দিয়েছে আইন ও সালিশ কেন্দ্র। রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইন ও সালিশ কেন্দ্রের তরফে বলা হয়, অন্যান্য বছরের মতো গত বছরও পুলিশ র‌্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে বিচার বহির্ভুত হত্যাকান্ডের অনেক অভিযোগ পাওয়া গেছে। বছরটিতে এ ধরনের ঘটনার শিকার হয়েছে ১৬২ জন। যাদের মধ্যে সরাসরি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে নিহত হয়েছেন ১৫৬ জন।

প্রতিবেদনে বলা হয়, ২০১৭ সালে ৫৪ ধারায় সাংবাদিক, লেখকসহ মোট ৫৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এছাড়া বিভিন্ন টকশো, সংবাদ মাধ্যমে লেখা ও স্বাধীন মতামত প্রকাশের জন্য লেখক, বুদ্ধিজীবি, মানবাধিকারকর্মীদের হুমকি ও হয়রানির ঘটনা ঘটেছে। বিদায়ী বছরে আইনশৃঙ্খলা বাহিনী, প্রভাবশালী ব্যক্তি, জনপ্রতিনিধি, সন্ত্রাসী, ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতাকর্মীদের হাতে শারীরিক নির্যাতন, হামলা, মামলা, হুমকি ও হয়রানীসহ বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন ১২২ সাংবাদিক। এছাড়া রাজনৈতিক সংঘাতের সংবাদ সংগ্রহ করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন এক সাংবাদিক।

please wait

No media source currently available

0:00 0:01:03 0:00

XS
SM
MD
LG