অ্যাকসেসিবিলিটি লিংক

রিপোর্ট: বাংলাদেশে শিশু ধর্ষণ, হত্যা ও গৃহকর্মী শিশুর ওপর অত্যাচারের মাত্রা আশংকাজনক ভাবে বেড়ে চলছে


Bangladesh
Bangladesh

বাংলাদেশে শিশু ধর্ষণ, হত্যা ও গৃহকর্মী শিশুর ওপর অত্যাচারের মাত্রা আশংকাজনক ভাবে বেড়ে চলছে বলে জানিয়েছে বেসরকারি সংস্থা অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট বা এএসডি।

ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন সংবাদদাতা জহুরুল আলম।

সম্প্রতি প্রকাশিত এএসডি এর এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। এতে বলা হয়েছে চলতি ২০১৯ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৪৯৬ জন শিশু ধর্ষণের শিকার হয়েছে, যা গতবছরের এ সময়ের তুলনায় ৪১ শতাংশ বেশি। সংস্থাটি এ পরিস্থিতিকে অত্যন্ত আশঙ্কাজনক বলে মন্তব্য করেছে।

বিশেষজ্ঞরা শিশু ধর্ষণ এবং নির্যাতন বৃদ্ধির মুল কারণ হিসেবে বিচারহীনতাকে দায়ী করেছেন। বিষয়টির ওপর ভয়েস অফ অ্যামেরিকার সাথে কথা বলেছেন এএসডি এর নির্বাহী পরিচালক জামিল হোসেন চৌধুরী।

বিশেষজ্ঞরা বলেছেন শিশু ধর্ষণ ও নির্যাতন রোধ করতে হলে সর্বাগ্রে বাংলাদেশকে বিচারহিনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।

XS
SM
MD
LG