অ্যাকসেসিবিলিটি লিংক

জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর তালিকায় বাংলাদেশ


জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর তালিকায় গত দুই দশক যাবত বাংলাদেশ শীর্ষ ১০ দেশের মধ্যেই রয়ে গেছে।

১৯ বছর ধরে দুর্যোগের সংখ্যা, মৃত্যু এবং ক্ষয়ক্ষতির মোট হিসাবের ভিত্তিতে তৈরি ‘বৈশ্বিক জলবায়ু ঝুঁকি সূচক ২০১৮’ শীর্ষক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। এবারের সুচকে গত কয়েক বছরের মত ষষ্ঠ অবস্থানেই রয়ে গেছে বাংলাদেশ। তবে শুধু গত বছরের সুচকে বাংলাদেশের অবস্থান ছিল ১৩ তম।

জার্মানভিত্তিক আন্তর্জাতিক সংস্থা জার্মান ওয়াচ ১৯৯৭ থেকে ২০১৬ সালের মধ্যে বিশ্বের ২০০টি দেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে ওই প্রতিবেদন তৈরি করেছে যাতে এবারই প্রথমবারের মতো ক্ষতিগ্রস্ত শীর্ষ ১০ দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের নাম উঠে এসেছে। সুচকে ক্ষতিগ্রস্ত শীর্ষ ১০ দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের অবস্থান দশম।

বর্তমানে জার্মানির বন শহরে চলতে থাকা জাতিসংঘের জলবায়ু সম্মেলন উপলক্ষে প্রতিবেদনটি প্রকাশ করেছে জার্মান ওয়াচ। এদিকে, সম্মেলনের উচ্চপর্যায়ের আলোচনায় অংশ নিতে পরিবেশমন্ত্রী আনোয়ার হোসেন মঙ্গলবার বন যাচ্ছেন।

please wait

No media source currently available

0:00 0:01:02 0:00

XS
SM
MD
LG