অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের নদীর পানিতে অ্যান্টিবায়োটিক দূষণের মাত্রা বিপদসীমার অনেক উপরে


বিশ্বজুড়ে নদীর পানিতে অ্যান্টিবায়োটিক দূষণ ভয়াবহ আকার ধারণ করেছে বলে ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে গবেষকদের প্রকাশিত একটি গবেষণা পত্রে উঠে এসেছে।

মঙ্গলবার বার্তা সংস্থা এবং গণমাধ্যমের খবরে গবেষণা পত্রের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে এ দূষণের মাত্রা বিপদসীমার অনেক উপরে। যেসকল দেশে এই দূষণ সর্বোচ্চ তার মধ্যে বাংলাদেশ অন্যতম বলে উল্লেখ করে খবরে বলা হয়েছে বাংলাদেশে একটি স্থানের নদীর পানিতে ব্যাপকভাবে ব্যবহৃত অ্যান্টিবায়োটিক মেট্রোনিডাজলের দূষণ নির্ধারিত সীমার ৩০০ গুন বেশি পাওয়া গেছে। এ ছাড়া একই রকম দূষণ বিরাজ করছে কেনিয়া, ঘানা, পাকিস্তান ও নাইজেরিয়ার নদীগুলোর পানিতে।

ঐ গবেষণায় বিজ্ঞানীরা বলছেন, বিশ্বজুড়ে নদীর পানিতে বিপদজনকভাবে অ্যান্টিবায়োটিক দূষণ ঘটেছে। বিজ্ঞানীরা বলেন, তারা ৭২টি দেশের নদনদী থেকে ৭১১টি নমুনা সংগ্রহ করেছেন যার মধ্যে দুই-তৃতীয়াংশে অভিন্ন এন্টিবায়োটিক দূষণ পাওয়া গেছে।

please wait

No media source currently available

0:00 0:00:49 0:00

XS
SM
MD
LG