অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে চলছে পরিবহন ধর্মঘট


আট দফা দাবীতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকে রোববার সকাল ৬টা থেকে দেশব্যাপী দুই দিনের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে।

ধর্মঘটের প্রথম দিনে গণপরিবহন বন্ধ থাকায় রাজধানীসহ সারাদেশে সৃষ্টি হয়েছে তীব্র জন দুর্ভোগ। দেশের বিভিন্ন এলাকা থেকে সংবাদদাতারা জানিয়েছেন, ধর্মঘটের ফলে সব জায়গায় স্থানীয় এবং দূরপাল্লার গনপরিবহন বন্ধ রয়েছে।

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি সরকারের নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানের কাছে ধর্মঘটের বিষয়ে জানতে চাইলে তিনি এ বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন। ধর্মঘটকারী শ্রমিকদের ৮ দফার মধ্যে রয়েছে সড়ক পরিবহন আইন সংশোধন করে সড়ক দুর্ঘটনার সব অপরাধ জামিনযোগ্য করা, পাঁচ লাখ টাকা জরিমানার বিধান বাতিল করার মত দাবি সমুহ।

এদিকে, সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, চলতি সংসদে সড়ক পরিবহন আইন সংশোধনের কোন সুযোগ নাই। অন্যদিকে, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সড়কে কোন ধরনের নৈরাজ্য সহ্য করা হবে না বলে মন্তব্য করেছেন।

please wait

No media source currently available

0:00 0:00:55 0:00

XS
SM
MD
LG