অ্যাকসেসিবিলিটি লিংক

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে যুক্তরাজ্যের কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখার আহ্বান


বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে যুক্তরাজ্যের কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন ।

শুক্রবার যুক্তরাজ্যে বাংলাদেশ দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে শাহরিয়ার আলম লন্ডনে বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এমন আহ্বান জানিয়ে আশা প্রকাশকরেছেন বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মানবিক সহায়তা প্রদানের পাশাপাশি যুক্তরাজ্যে সরকার তাঁদের মিয়ানমারে প্রত্যাবাসন এবং সেদেশে তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং জেনেভায় জাতিসংঘের বিভিন্ন সংস্থায় বিশেষ ভূমিকা পালন করবে । তিনি ব্রিটিশ রাজনিতিবিদ, জনগন এবং বাংলাদেশি ব্রিটিশ নাগরিকদের রোহিঙ্গা সমস্যা সমাধানে সমর্থন ও সহযোগিতা দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে তাদের এ সমর্থন রোহিঙ্গা প্রত্যাবর্তন শেষ না হওয়া পর্যন্ত অব্যাহত রাখার আহ্বান জানান। লন্ডনে আয়োজিত এ অনুষ্ঠানে ব্রিটিশ পার্লামেন্ট সদস্য, কূটনৈতিক, ব্রিটিশ এবং বাংলাদেশি-ব্রিটিশ কমিউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

please wait

No media source currently available

0:00 0:00:55 0:00

XS
SM
MD
LG