অ্যাকসেসিবিলিটি লিংক

কুতুপালং ক্যাম্পে অগ্নিকাণ্ডে রোহিঙ্গাদের ৩০টি বসতি ভস্মিভূত


বাংলাদেশের কক্সবাজারে উখিয়ার কুতুপালং শরণার্থী ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় রোহিঙ্গাদের ৩০টি বসতি ও একটি মসজিদ পুড়ে ছাঁই হয়ে গেছে। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছে ২জন রোহিঙ্গা শরণার্থী। তাদের রেড ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার দুপুরে ৫ নাম্বার ক্যাম্পের একটি রোহিঙ্গা বসতিতে আগুন লাগলে মুহুর্তেই পাশের বসতিগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। এসময় প্রশিক্ষণপ্রাপ্ত রোহিঙ্গা যুবকরা অগ্নিনির্বাপক যন্ত্র ও পানি নিয়ে আগুন নেভাতে এগিয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ ইমদাদুল হক বলেন, ক্যাম্পে রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

please wait

No media source currently available

0:00 0:00:45 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG