বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন প্রক্রিয়ার সাথে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর'কে অন্তর্ভুক্ত করতে মিয়ানমার তার ইচ্ছা ব্যক্ত করেছে।
বৃহস্পতিবার ঢাকায় সাংবাদিকদের এমন তথ্য জানিয়ে শাহরিয়ার আলম বলেন, জাতিসংঘের একটি নিরাপত্তা প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসবে। রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া ধীর হলেও বাংলাদেশ সরকার তার লক্ষ্যে অবিচল আছে বলে তিনি উল্লেখ করেন।
শাহরিয়ার আলম বলেন, বাংলাদেশ প্রথম যে তালিকা দিয়েছিল সে বিষয়ে মিয়ানমার দুই দফায় কিছু রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি হয়েছে। তিনি বলেন, বাকিদের ক্ষেত্রে তথ্যের ঘাটতি আছে বলে জানিয়েছে মিয়ানমার।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আগামী মে মাসে ঢাকায় অনুষ্ঠেয় ওআইসি'র পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে রোহিঙ্গা সমস্যার সমাধানে ইসলামিক রাষ্ট্রগুলোর সহযোগিতা চাওয়া হবে।
এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা রোহিঙ্গাদের স্বাস্থ্য সেবা প্রদানের জন্য দাতাদের কাছে আরো সহায়তা চেয়েছে।