মিয়ানমারের রাখাইনে নতুন করে সেনা অভিযানে ব্যাপকমাত্রায় মানবাধিকার লংঘিত হওয়ার ঘটনায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গভীর উদ্বেগ প্রকাশ করেছে। অ্যামনেস্টির এক রিপোর্টে বলা হয়েছে, দেশটির নিরাপত্তা বাহিনী গ্রামগুলোর উপরে গোলা বা শেল নিক্ষেপ করছে এবং বেসামরিক মানুষজনকে খাদ্য ও মানবিক সহায়তা নিতে বিঘ্ন সৃষ্টি করছে। রিপোর্টে বলা হয়েছে, সাম্প্রতিক সেনা অভিযানে সেই তাদেরই নিয়োজিত করা হয়েছে- যারা কিনা অতীত নৃশংস অভিযানের সঙ্গে যুক্ত ছিল। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ক্রাইসিস রেসপন্স বিষয়ক পরিচালক তিরানা হাসান ওই রিপোর্টে বলেন, আন্তর্জাতিক নিন্দা এবং সমালোচনা সত্ত্বেও মিয়ানমারের সেনাবাহিনী মানবাধিকারের যে আদৌ তোয়াক্কা করে না এবং আবারও বড় ধরনের নৃশংসতা ঘটাচ্ছে - সাম্প্রতিক ঘটনাই তার প্রমাণ। এদিকে, জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর-এর সাম্প্রতিক এক বিবৃতিতে মিয়ানমারের চলমান সেনা অভিযানের কারণে যারা আশ্রয় নিতে চায় তাদের গ্রহণের জন্য বাংলাদেশ কর্তৃপক্ষের প্রতি আহবান জানানো হয়েছে।