অ্যাকসেসিবিলিটি লিংক

কক্সবাজারের রোহিঙ্গাদের সাথে কথা বলেছেন যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতরের স্পোকসপারসন Heather Nauert


Heather Nauert যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতরের স্পোকসপারসন। ২০১৭ এপ্রিলে স্পোকসপারসন হিসেবে যোগদানের আগে তিনি দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন। ফক্স নিউজের সংবাদপাঠক এবং রিপোর্টারসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদ মাধ্যমে কাজ করেছেন অনেকদিন। রোহিঙ্গা পরিস্থিতি সম্পর্কে যুক্তরাষ্ট্র সরকারের উচ্চ পর্যায়ের সরেজমিন পর্যবেক্ষন মিশনের অন্যতম সদস্য ছিলেন তিনি। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন গত বৃহস্পতিবার ও শুক্রবারে। কথা বলেছেন রোহিঙ্গাদের সাথে। শনিবার ভয়েস অফ আমেরিকার সাথে ঢাকায় খুবই সংক্ষিপ্ত এক সাক্ষাতকারে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতরের স্পোকসপারস Heather Nauert বলেন, তিনি সীমান্তে দুই হাজার রোহিঙ্গা শরণার্থীকে শুক্রবারও আসতে দেখেছেন। যাদের মধ্যে অনেক শিশু ছিল-যারা দারুনভাবে অসুস্থ। বৃদ্ধ-বৃদ্ধাদেরও তিনি দেখেছেন। তিনি বলেন, একজন আমেরিকান হিসেবেই নয়, একজন মা হিসেবেও ওই দৃশ্য আমার হৃদয়কে বির্দীণ করেছে। আর যা দেখেছি তা তেমনই সব ঘটনা-যাতে বেদনার্ত হতে হয়। এটা নিঃসন্দেহে একটি ভয়াবহ দুঃখজনক বিষয়। কারণ স্বল্পসময়ে ৬ লাখ মানুষ দেশ ছেড়েছেন, বাস্তুচ্যুত হয়েছেন। আমার মনে হয় না, সাম্প্রতিক ইতিহাসে দেশত্যাগে বাধ্য হওয়ার এমন নির্মম ঘটনা আর ঘটেছে। Heather Nauert বলেন, যুক্তরাষ্ট্র সরকার তাদের সাহায্য-সহযোগিতা করতে দৃঢ় প্রতিজ্ঞ। মিয়ানমার সেনাবাহিনী ও কর্তৃপক্ষের বিরুদ্ধে সামরিক ও অন্যান্য অবরোধ আরোপের চিন্তা-ভাবনা সম্পর্কিত এক প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতরের স্পোকসপারসন বলেন, মিয়ানমার সামরিক বাহিনীর কিছু কর্মকর্তা ও সামরিক বাহিনীর বিরুদ্ধে নিষেধাজ্ঞামূলক ব্যবস্থা নেয়ার কার্যক্রম চলছে। আরও কি ব্যবস্থা নেয়া যায় সে সম্পর্কে পর্যালোচনা করা হচ্ছে। অর্থনৈতিক নিষেধাজ্ঞার সম্ভাবনা সম্পর্কে তিনি বলেন, এটি নিষেধাজ্ঞা আরোপের একটি পথ ও পদ্ধতি। ভবিষ্যতে ব্যবহৃত হতে পারে এমন কোনো বিষয় নিয়ে আগাম কোনো মন্তব্য করতে চাই না। তবে নিশ্চয়ই এটি একটি উপায়।

যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতরের স্পোকসপারসন বলেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেকস টিলারসন আগামী ১৫ নভেম্বর মিয়ানমার যাবেন -সংক্ষিপ্ত সফরে। স্পোকসপারসন বাংলাদেশ ও মিয়ানমারকে দ্বিপাক্ষিক ভিত্তিতে আলাপ-আলোচনা চালিয়ে যাওয়ার মাধ্যমে সমস্যা সমাধানের আহবান জানিয়েছেন।...ঢাকা থেকে আমীর খসরু

please wait

No media source currently available

0:00 0:02:30 0:00

XS
SM
MD
LG