অ্যাকসেসিবিলিটি লিংক

রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবাসন সম্পর্কিত সমঝোতা স্মারক অনুযায়ী ২৩ জানুয়ারি থেকে প্রত্যাবাসন শুরু হচ্ছে না


গত ২৩ নভেম্বর বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে স্বাক্ষরিত রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবাসন সম্পর্কিত সমঝোতা স্মারক অনুযায়ী ২৩ জানুয়ারি মঙ্গলবার থেকে প্রত্যাবাসন শুরুর সময় নির্ধারিত হলেও শেষ পর্যন্ত তা নির্ধারিত সময়ে শুরু হচ্ছে না। বাংলাদেশের সরকারী সূত্রগুলো বলছে, নির্ধারিত কাজগুলো যেমন তালিকা প্রস্তুতকরণ, যাছাই-বাছাই বা ভেরিফিকেশন কাজ সম্পন্ন করা, ট্রানজিট ক্যাম্প নির্মাণসহ এখনো অনেক কাজ বাকি রয়েছে। এসব কাজসহ আনুষঙ্গিক অন্যান্য কাজ কবে নাগাদ শেষ হয়ে প্রত্যাবাসন উপযোগী পরিবেশ তৈরি হবে এমন প্রশ্নের জবাব দিয়েছেন বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী বিষয়ক ত্রাণ ও পুনর্বাসন কমিশনার আবুল কালাম কক্সবাজার থেকে ভয়েস অব আমেরিকাকে সোমবার দুপুরে।
এদিকে, প্রত্যাবাসন কার্যক্রম নিয়ে রোহিঙ্গা শরণার্থীদের পাশাপাশি জাতিসংঘসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা এবং মানবিকসহায়তাকারী সংস্থাগুলো নাগরিকত্ব প্রাপ্তি, নিরাপত্তার মতো পূর্ব শর্তগুলো পূরণের উপরে তাগিদ দিয়েছেন।

please wait

No media source currently available

0:00 0:00:59 0:00

XS
SM
MD
LG