শিশুদের জন্য আন্তর্জাতিক মানবিক সহায়তাকারী সংস্থা সেভ দি চিলড্রেন বাংলাদেশে আশ্রয়প্রার্থী রোহিঙ্গাদের ক্যাম্প ও অন্যান্য বসতির ওপর জরিপ চালিয়ে শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে বলেছে, ২০১৮ সালে ৪৮ হাজারের বেশি রোহিঙ্গা শিশু জন্ম নেবে। আর প্রতিদিনই ১৩০ জন শিশু জন্ম নেবে বলে তাদের জরিপ বলছে। আর এসব শিশু জন্ম নেবে অস্বাস্থ্যকর, ঘিঞ্জি ও রোগ-বালাই ছড়াতে সহায়ক এমন ক্যাম্প ও বসতিগুলোতে।
সেভ দি চিলড্রেনের ঝুঁকি ব্যবস্থাপনা কর্মকর্তা ডেফনি কুক বলেন, প্রায় সব রোহিঙ্গা শিশুরই জন্ম হয় এমন এক ঝুঁকি-প্রবণ নোংরা, পানি-কাদা-পয়োঃনিষ্কাষণহীন পরিবেশে- যা ডায়রিয়া, পুষ্টিহীনতাসহ যেকোনো সংক্রমণের জন্য ঝুঁকিপূর্ণ ও ভয়ঙ্কর।
এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জীবনসংহারী ডিপথেরিয়া ছড়িয়ে পড়ার পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে একে জরুরি ঝুঁকিপূর্ণ অবস্থা বলে বর্ণনা করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ পর্যন্ত ২,০৭০ জন ডিপথেরিয়ায় আক্রান্ত রোহিঙ্গা রোগীকে শনাক্ত করতে পেরেছে, যাদের মধ্যে ২৭ জন ইতোমধ্যে মারা গেছে; আর এদের বেশির ভাগই শিশু।