অ্যাকসেসিবিলিটি লিংক

পুষ্টিহীনতাসহ মারাত্মক সব রোগ রোহিঙ্গা শিশুদের সামগ্রিক স্বাস্থ্য পরিস্থিতি এক ভয়াবহ ঝুকির মধ্যে ফেলে দিয়েছেঃ ইউনিসেফ


রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর ও এর ভিত্তিতে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনের পরেও মিয়ানমার থেকে রোহিঙ্গা আশ্রয় প্রার্থীদের অনুপ্রবেশ এখনো ঘটছে। কক্সবাজারের মানবিক সহায়তাকারী সংস্থার কর্মীরা বলছেন, গত চার দিনে কমপক্ষে ৪শ জন রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছেন। এ মাসেই এদের সংখ্যা হবে ৫ হাজারের মতো। এদিকে, জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ অক্টোবরের ২২ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্প ও বসতিগুলোতে তিন দফা জরিপ চালিয়ে রোহিঙ্গা শিশুদের স্বাস্থ্য পরিস্থিতির এক উদ্বেগজনক চিত্র তুলে ধরেছে। ইউনিসেফ বলছে, ৫ বছরের কম বয়সী শিশুদের ২৫ শতাংশ মারাত্মক পর্যায়ের পুষ্টিহীনতার মধ্যে রয়েছে-যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার আন্তর্জাতিক মানদন্ডের চাইতে অনেক নিচে। জরিপকালে শিশুদের অর্ধেকই রক্তস্বল্পতাজনিত নানা রোগ-বালাই, ৪০ শতাংশ ডায়রিয়া এবং ৬০ শতাংশ ভয়াবহ মাত্রায় ফুসফুসে সংক্রমণে আক্রান্ত। ইউনিসেফ বলছে, পুষ্টিহীনতাসহ ওই সব রোগ রোহিঙ্গা শিশুদের সামগ্রিক স্বাস্থ্য পরিস্থিতি এক ভয়াবহ ঝুকির মধ্যে ফেলে দিয়েছে।

please wait

No media source currently available

0:00 0:01:05 0:00

XS
SM
MD
LG