অ্যাকসেসিবিলিটি লিংক

রাখাইনে যৌন নির্যাতনের সঙ্গে মিয়ানমারের সেনাবাহিনী সরাসরি জড়িত বলে জানিয়েছে জাতিসংঘ


Rohingyas
Rohingyas

রাখাইনে যৌন সহিংসতা, গণধর্ষণ, নারীদের যৌনদাসী হিসেবে ব্যবহার ও ধর্ষণ করে হত্যার সঙ্গে মিয়ানমারের সেনাবাহিনী সরাসরি জড়িত বলে জানিয়েছে জাতিসংঘ। সহিংসতাপূর্ণ পরিবেশে যৌন নির্যাতন বিষয়ক জাতিসংঘের মহাসচিবের বিশেষ দূত প্রমীলা প্যাটেন কক্সবাজারসহ বাংলাদেশে তিন দিনের সফর শেষে ঢাকায় এক সংবাদ সম্মেলনে বলেছেন, যৌন সহিংসতার শিকার নারীদের কাছ থেকে তারা ভয়াবহ যৌন নির্যাতনের কথা শুনেছেন। প্রমীলা প্যাটেন বলেন, জাতিগত ও ধর্মীয় বিবেচনায় পরিকল্পিত ও উদ্দেশ্যমূলকভাবে নারীদের উপরে যৌন নির্যাতন চালানো হয়েছে। আর এসব ঘটাচ্ছে মিয়ানমারের সেনাবাহিনী। আর তাদের সহযোগী হচ্ছে- দেশটির সীমান্তরক্ষী বাহিনী এবং রাখাইন বুদ্ধিস্টদের মিলিশিয়ারা। জাতিসংঘের বিশেষ দূত বলেন, একজন নির্যাতিতা নারী জানিয়েছেন যে, তাকে ৪৫ দিন আটকে রেখে যৌন নির্যাতন করা হয়। প্রমীলা প্যাটেন যৌন নির্যাতনের আরও এক ভয়াবহ চিত্র বর্ণনা করে বললেন, তাকে বলা হয়েছে, কয়েকজনকে যৌন নির্যাতন করেই হত্যা করা হয়েছে।
জাতিসংঘের বিশেষ দূত দোষীদের জবাবদিহিতার আওতায় আনা এবং শাস্তির বিধানের দাবি জানিয়েছেন। তিনি এসব বিষয়ে জাতিসংঘ মহাসচিবকে জানাবেন এবং মার্চে এ বিষয়ে একটি বিশেষ রিপোর্ট প্রকাশিত হবে।

please wait

No media source currently available

0:00 0:01:18 0:00

XS
SM
MD
LG