অ্যাকসেসিবিলিটি লিংক

নিজামীর রিভিউ আবেদন খারিজ করে মৃত্যুদণ্ড বহাল রাখার প্রতিবাদে জামায়াতের হরতাল


মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর রিভিউ আবেদন খারিজ করে মৃত্যুদণ্ড বহাল রাখার প্রতিবাদে ও তার মুক্তির দাবিতে জামায়াতের ডাকা দেশব্যাপী ২৪ ঘণ্টার হরতাল ঢাকাসহ দেশের অন্যান্য যায়গায় রোববার ঢিলে ঢালা ভাবে অতিবাহিত হয়েছ।হরতাল চলবে আগামীকাল সোমবার সকাল ৬ টা পর্যন্ত। বেশ কিছু দোকান পাট বন্ধ থাকলেও ঢাকায় যাবাহন চলাচল ছিল অনেকটাই স্বাভাবিক । সড়ক পথে দুরপাল্লার যাবাহন চলাচলে কিছুটা বিঘ্ন ঘটলেও, ট্রেন, নৌযান ও বিমান চলাচল ছিল স্বাভাবিক । ঢাকায় হরতালের পক্ষে জামায়াতের নেতা-কর্মীদের কোন পিকেটিং বা মিছিল -সমাবেশ করতে দেখা যায়নি । তবে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা কর্মীরা হরতাল বিরোধী মিছিল-মিটিং করেছ। রাজধানীর মিরপুর এলাকায় হরতালবিরোধী মিছিলকে কেন্দ্র করে ক্ষমতাসীন দলের দুপক্ষের সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েক রাউন্ড রাবার ‍বুলেট ও টিয়ার শেল ছুড়েছে। এই ঘটনায় গুলিবিদ্ধসহ ১৫ জন আহত হয়েছে।জহুরুল আলমের রিপোর্ট:

please wait
Embed

No media source currently available

0:00 0:00:59 0:00

XS
SM
MD
LG