মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর রিভিউ আবেদন খারিজ করে মৃত্যুদণ্ড বহাল রাখার প্রতিবাদে ও তার মুক্তির দাবিতে জামায়াতের ডাকা দেশব্যাপী ২৪ ঘণ্টার হরতাল ঢাকাসহ দেশের অন্যান্য যায়গায় রোববার ঢিলে ঢালা ভাবে অতিবাহিত হয়েছ।হরতাল চলবে আগামীকাল সোমবার সকাল ৬ টা পর্যন্ত। বেশ কিছু দোকান পাট বন্ধ থাকলেও ঢাকায় যাবাহন চলাচল ছিল অনেকটাই স্বাভাবিক । সড়ক পথে দুরপাল্লার যাবাহন চলাচলে কিছুটা বিঘ্ন ঘটলেও, ট্রেন, নৌযান ও বিমান চলাচল ছিল স্বাভাবিক । ঢাকায় হরতালের পক্ষে জামায়াতের নেতা-কর্মীদের কোন পিকেটিং বা মিছিল -সমাবেশ করতে দেখা যায়নি । তবে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা কর্মীরা হরতাল বিরোধী মিছিল-মিটিং করেছ। রাজধানীর মিরপুর এলাকায় হরতালবিরোধী মিছিলকে কেন্দ্র করে ক্ষমতাসীন দলের দুপক্ষের সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ার শেল ছুড়েছে। এই ঘটনায় গুলিবিদ্ধসহ ১৫ জন আহত হয়েছে।জহুরুল আলমের রিপোর্ট: