অ্যাকসেসিবিলিটি লিংক

আলাপন: বাংলাদেশে নিরাপদ সড়ক চাই আন্দোলন ও প্রবাসীদের ভাবনা


বাংলাদেশে চলমান ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের নবম দিন রাজধানীর তিনটি স্থানে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এদিকে, সড়ক পরিবহনের যে নতুন আইনের প্রস্তাব মন্ত্রিসভা অনুমোদন করেছে, তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এই বাস্তবতায় আমাদের আজকের আলাপনের বিষয় ‘ বাংলাদেশে নিরাপদ সড়ক চাই আন্দোলন ও প্রবাসীদের ভাবনা।’

আজকের আলাপনে অতিথি ছিলেন নিউইয়র্ক থেকে 'সাপ্তাহিক ঠিকানা’র প্রধান সম্পাদক ফজলুর রহমান ও ইস্টার্ন নিউ মেক্সিকো ইউনিভার্সিটির কমিউনিকেশন স্টাডিজের শিক্ষক ইমরান মজিদ।

এছাড়াও ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের সমর্থনে নিউইয়র্ক ও কলকাতায় যে বিক্ষোভ অনুষ্ঠিত হয়, তার খবর জানতে আমরা কথা বলি- আমাদের নিউইয়র্ক সংবাদদাতা আকবর হায়দার কিরন ও বিক্ষোভের অন্যতম আয়োজক সৈয়দ আল আমিন রাসেল এবং কলকাতা সংবাদদাতা দীপংকর চক্রবর্তী’র সঙ্গে। অনুষ্ঠানটি সঞ্চালন করেন তাওহীদুল ইসলাম।

please wait

No media source currently available

0:00 0:21:50 0:00

XS
SM
MD
LG