ভারতে পশ্চিমবঙ্গের বেসরকারী টেলিভিশন চ্যানেলে প্রকাশিত খবরের ভিত্তিতে জানা যাচ্ছে, ভারত-বাংলাদেশ সীমান্তে দিনে দিনে শক্তি বাড়াচ্ছে জঙ্গি সংগঠন হরকত উল জেহাদ ইসলামি বা হুজি।
রাষ্ট্রসংঘের পক্ষ থেকে এমনই রিপোর্টে বলা হয়েছে। হুজিকে সব ধরনের সাহায্য করছে আল কায়দা ও লস্কর-ই-তৈবার মতো জঙ্গি সংগঠনগুলি। রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের ওই রিপোর্টে পাক-আফগান সীমান্তেও আইএসআইএস এর বারবাড়ন্ত নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, নিজেদের ফান্ডে টান থাকার পরও সীমান্ত এলাকায় এই জঙ্গি সংগঠনগুলি যুবক যুবতীদের জঙ্গি হিসেবে নিয়োগ করছে।
সম্প্রতি এক গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছিল, ঢাকার হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার যে অস্ত্র ব্যবহার করা হয়েছিল তা তৈরি হয়েছিল পশ্চিমবঙ্গেরই মালদহ জেলায়। পাশাপাশি, আইএসআইএস জঙ্গি সন্দেহে ধৃত বীরভূমের এক যুবকের সঙ্গেও বাংলাদেশের জঙ্গি সংগঠনগুলির যোগাযোগ ছিল। কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়।