অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক, জঙ্গী তৎপরতায় সংশ্লিষ্টদের ব্যাংক একাউন্টে নজর রাখবে


Bangladesh Bank
Bangladesh Bank

বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক, জঙ্গী তৎপরতায় সংশ্লিষ্ট থাকা অথবা মদদদাতা সংগঠন বা ব্যক্তির ব্যাংক একাউন্ট কড়া নজরদারিতে রাখার সিদ্ধান্ত নিয়েছে। এমনকি সুনির্দিষ্ট তথ্য প্রমাণাদি দিয়ে জঙ্গী তৎপরতায় যুক্ত কোনো ব্যক্তি বা সংগঠনের নাম গণমাধ্যমে প্রকাশিত হলে তাৎক্ষণিকভাবে তাদের ব্যাংক একাউন্ট জব্দ করারও সিদ্ধান্ত নেয়া হয়েছে। দেশের সব বাণিজ্যিক ব্যাংকগুলোকে এ ব্যাপারে পত্র পাঠিয়ে নির্দেশনা দেয়া হয়েছে। এরই মধ্যে ১৮ জন জঙ্গী সম্পৃক্ত ব্যক্তির ব্যাংক একাউন্টের বিস্তারিত তথ্য জানানোর জন্যও নির্দেশনা দেয়া হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে। এছাড়া যাতে জঙ্গী তৎপরতার অর্থ স্থানান্তরিত হতে না পারে সে ব্যাপারে নজরদারির জন্য ব্যাংকগুলোকে বলা হয়েছে। তাছাড়া বিদেশ থেকে প্রেরিত রেমিট্যান্সের সুবিধাভোগী কারা তাদের তথ্য আগামী অক্টোবরের মধ্যে জানানোর জন্য কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে।
এদিকে, র‌্যাব দাবি করেছে যে, ঢাকার বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে বেশ কিছু অস্ত্রশস্ত্র এবং বিস্ফোরকসহ ৬ জন নিষিদ্ধ ঘোষিত জামাআতুল মোজাহেদীন বাংলাদেশ বা জেএমবি’র সদস্যকে আটক করা হয়েছে। র‌্যাবের দাবি, ওই ব্যক্তিরা আত্মঘাতী হামলার পরিকল্পনা করছিল।

ঢাকা থেকে আমীর খসরুর রিপোর্ট।

please wait

No media source currently available

0:00 0:01:05 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG