অ্যাকসেসিবিলিটি লিংক

ব্লগার রাজীব হত্যা মামলায় মৃত্যুদন্ড পাওয়া রানা গ্রেফতার


বাংলাদেশে ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যা মামলায় ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামী রেদোয়ানুল আজাদ রানা ও তার একজন সহযোগীকে সোমবার দুপুরে পুলিশ ঢাকায় গ্রেফতার করেছে।

নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন আনসারুল্লাহ বাংলা টীমের সক্রিয় সদস্য ও একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র রেদোয়ানুল আজাদ রানা ২০১৩ সালের ১১ ফেব্রুয়ারি মিরপুরে ব্লগার রাজীব হত্যাকান্ডের পরে ২০১৪ সালে ভিন্ননামে ভূয়া পাসপোর্টে মালয়েশিয়া চলে যায়। ২০১৫ সালের ডিসেম্বরে ব্লগার রাজীব হত্যা মামলায় তাকে মৃত্যুদন্ড দেয়া হয়।

পুলিশ জানায়, বাংলাদেশ পুলিশের তথ্য-প্রমানাদি পাওয়ার পরে মালয়েশিয়ার পুলিশ তাকে সম্প্রতি গ্রেফতার করে। মালয়েশীয় কর্তৃপক্ষ সোমবার তাকে বাংলাদেশে পাঠিয়ে দিলে পুলিশ রানাকে ঢাকার উত্তরা থেকে গ্রেফতার করে।

পুলিশ বলছে, মালয়েশিয়ায় অবস্থানকালে রানা অন্য এক ব্যক্তির মাধ্যমে ইসলামিক স্টেট বা আইএস ভাবধারায় অনুপ্রানিত হয়।

এদিকে, র‌্যাব নারায়নগঞ্জ থেকে নিষিদ্ধ ঘোষিত জামায়াতুল মোজাহিদীন বাংলাদেশ- জেএমবি'র ৩জন সদস্যকে দেশী তৈরী অস্ত্র ও বিস্ফোরকসহ গ্রেফতারের কথা জানিয়েছে। ঢাকা থেকে আমীর খসরু।

please wait

No media source currently available

0:00 0:01:04 0:00

XS
SM
MD
LG