অ্যাকসেসিবিলিটি লিংক

গুলশান হামলার ষড়যন্ত্রে যুক্ত আত্মঘাতী স্কোয়াডের কমপক্ষে দশ জন মহিলা জঙ্গী এখন পশ্চিমবঙ্গে


ভারতের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের ঢাকার গুলশান হামলার ষড়যন্ত্রে যুক্ত আত্মঘাতী স্কোয়াডের কমপক্ষে দশ জন মহিলা জঙ্গী পশ্চিমবঙ্গে গা ঢাকা দিয়ে রয়েছে বলে ভারতের জাতীয় তদন্ত কারী সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সিকে (এনআইএ) কলকাতায় তদন্তের প্রয়োজনে এসে জানিয়ে দিয়ে গেলেন বাংলাদেশের গোয়েন্দারা।

ঐ মহিলা জঙ্গীরা বাংলাদেশের ‘জামাত-উল-মুজাহিদিন (নিউ)’ আত্মঘাতী স্কোয়াডের সদস্য বলে এনআইএ’কে জানানো হয়েছে। এদের মধ্যে তিনজন বর্ধমান জেলার খাগড়াগড় বিস্ফোরন পর্বে মঙ্গলকোটের শিমুলিয়া ও লালগোলার মুকিমনগরের জেহাদি জঙ্গী শিবির থেকে প্রশিক্ষণ নিয়েছিল বলে এনআইএ’কে জানানো হয়েছে।

ইসলামিক স্টেট (আইএস) জঙ্গী সন্দেহে ধৃত মহম্মদ মসিরউদ্দিন ওরফে মুসাকে জেরা করতে কয়েকদিন আগে কলকাতায় এসেছিলেন বাংলাদেশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিইউ) তিন গোয়েন্দা।

তাঁরা জানিয়ে গিয়েছেন, পলাতক এই মহিলা জঙ্গিদের মধ্যে কেউ ফার্মেসি কোর্স, কেউ ইঞ্জিনিয়ারিং আবার কেউ ডাক্তারী পড়ুয়া। এই দলের সদস্যদের কেউ কেউ আবার পাসপোর্ট-ভিসা নিয়ে রীতিমতো আনুষ্ঠানিক ভাবে এপার বাংলায় এসে থাকতে পারে বলে জানিয়েছেন গোয়েন্দারা। কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়।

XS
SM
MD
LG