ঢাকার বাড্ডা এলাকা থেকে র্যাব নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি'র তিন সন্দেহভাজন সদস্যকে গ্রেফতার করেছে।
বুধবার র্যাব সংবাদ মাধ্যমকে জানিয়েছে, আটক ওই তিনজন রাজধানীর গুলশান এলাকায় ২০১৬ সালের পহেলা জুলাই হলি আর্টিজান বেকারিতে হামলাকারী নব্য জেএমবির তামিম-সারোয়ার গ্রুপের সদস্য।
র্যাব জানিয়েছে, বাড্ডা এলাকার আফতাব নগরে কয়েকজন জঙ্গি গোপন বৈঠক করছে এমন খবরের ভিত্তিতে তারা সেখানে অভিযান চালিয়ে ওই তিন জনকে আটক করে। র্যাবের তরফে সংবাদ মাধ্যমকে জানানো হয়েছে গ্রেফতারকৃতরা হচ্ছেন মামুনুর রাশিদ, কামাল এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়য়ের ছাত্র মুশফিকুল হক। ঢাকা থেকে জহুরুল আলম।