অ্যাকসেসিবিলিটি লিংক

ঢাকায় জঙ্গি সন্দেহে দুই যুবক আটক


বাংলাদেশে জঙ্গি সন্দেহে ঢাকা থেকে দুই যুবককে আটক করা হয়েছে বলে সোমবার সংবাদ মাধ্যমকে পুলিশ জানিয়েছে।

ঐ দুইজন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লা বাংলা টিম এবিটির সদস্য বলে দাবি করেছে গোয়েন্দা পুলিশ। তারা জানিয়েছে ঐ দুই যুবক নাঈম ও সোহেলকে নগরীর ফরিদাবাদ ও কামরাঙ্গীরচর থেকে আটক করা হয়েছে। পরে তাদেরকে ঢাকার একটি আদালতের মাধ্যমে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

এদিকে, পুলিশের রিমান্ডে থাকা অবস্থায় কথিত বন্দুক যুদ্ধে মাদারীপুরে কলেজ শিক্ষকের ওপর হামলার সময় আটক হওয়া ফায়জুল্লাহ ফাহিম নিহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী জুলফিকার আলি।

সোমবার পাঠানো ঐ নোটিশে তিনি বলেছেন, রিমান্ডে থাকা ফাহিম নিহতের ঘটনা মানবাধিকারের লঙ্ঘন, দেশের প্রচলিত ফৌজদারি ও হেফাজত আইন এবং রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ সংক্রান্ত উচ্চ আদালতের গাইডলাইন ও আদেশের পরিপন্থী।

তিনি ১৫ দিনের মধ্যে নোটিশের জবাব চেয়েছেন। অন্যথায় মানবাধিকার রক্ষায় হাইকোর্টে রিট দায়ের করা হবে বলে তিনি তাঁর নোটিশে উল্লেখ করেন। ঢাকা থেকে জহুরুল আলম।

please wait

No media source currently available

0:00 0:01:02 0:00

XS
SM
MD
LG