অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে থাকা নাগরিকদের নাম নিবন্ধনের পরামর্শ দিয়েছে ভারতীয় হাই কমিশন


বাংলাদেশে অবস্থানকারী সকল ভারতীয় নাগরিককে ঢাকায় সে দেশের হাই কমিশনে নাম নিবন্ধন করতে পরামর্শ দেওয়া হয়েছে। শুক্রবার বাংলাদেশে ভারতীয় হাই কমিশনের পক্ষ থেকে এই পরামর্শ দেওয়া হয়।

গত ১ জুলাই রাতে রাজধানীর গুলশানে সন্ত্রাসী হামলায় ১৭ বিদেশীসহ যে ২০ জনকে হত্যা করা হয়েছিল তাঁদের মধ্যে এক ভারতীয় নাগরিকও ছিলেন।

এ ঘটনার এক সপ্তাহের মাথায় কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদ জামাতের পাশে সন্ত্রাসীদের হামলায় দুই পুলিশসহ চারজন নিহত হওয়ার পর ভারতীয় হাই কমিশনের পক্ষ থেকে দেশটির নাগরিকদের নিবন্ধন করার পরামর্শ দেওয়া হল।

এদিকে, ভারতের একটি বোমা বিশেষজ্ঞ দল তদন্তে সহায়তা করতে বাংলাদেশে আসার বিষয়ে গণমাধ্যমে যে খবর প্রচারিত হয়েছিল, তাকে গুজব বলে আখ্যায়িত করেছে ভারতীয় হাই কমিশন।

বৃহস্পতিবার ভারতীয় টেলিভিশন চ্যানেল NDTV এর খবরে বলা হয়েছিল ভারতের জাতীয় নিরাপত্তা গ্রুপ এনএসজি এর বোমা বিশেষজ্ঞদের ভারত সরকার বাংলাদেশে পাঠাবে। ঢাকা থেকে জহুরুল আলম।


XS
SM
MD
LG