অ্যাকসেসিবিলিটি লিংক

জেএমবি প্রধানের বিচার শুরু


সন্ত্রাস বিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জামায়াতুল মোজাহেদিন বাংলাদেশ বা জেএমবি প্রধান মাওলানা সাইদুর রহমানের বিচার মঙ্গলবার শুরু হয়েছে। একই মামলায় তার দুই ঘনিষ্ঠ সহযোগী অর্থাৎ তার স্ত্রী এবং অপর একজনের বিচারও একই সাথে শুরু করা হয়েছে।

২০১০ সালের ২৫ মে মাওলানা সাইদুর রহমানকে গ্রেফতার করার পর থেকে তিনি জেলে রয়েছেন। এরপরে দেশে জঙ্গীবাদ, সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টির অভিযোগ এনে তিনি তার দুইজন সহযোগীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলার কার্যক্রমে আইনগত জটিলতা এবং স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের অনুমতির জন্য বিচার কাজ শুরু করতে দীর্ঘ সময় বিলম্ব হয়েছে বলে আইনজীবীরা জানিয়েছেন।

এদিকে, ঢাকার গুলশানে জঙ্গী হামলার অন্যতম প্রধান সন্দেহভাজন একজন জঙ্গী নেতার এক ঘনিষ্ঠ সহযোগী সোমবার রাত তিনটার দিকে বগুড়ায় পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। ঢাকা থেকে আমীর খসরু।

please wait

No media source currently available

0:00 0:00:33 0:00

XS
SM
MD
LG