বাংলাদেশে পুলিশের দ্বারা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ও ঘটনা ব্রিটেন পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন বাংলাদেশে নব নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার এলিসন ব্লেক।
বুধবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে নব নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার বলেন মানবাধিকার লঙ্ঘন হয় এমন কোন কার্যক্রমে ব্রিটেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কোন প্রকার সহায়তা দেয় না।
২০১৪ সালের ৫ই জানুয়ারির সংসদ নির্বাচনের বিষয়ে ব্রিটেনের অবস্থানের কোন পরিবর্তন হয়েছে কিনা এমন এক প্রশ্নের জবাবে এলিসন ব্লেক বলেন, সে সময় তার দেশ এ বিষয়ে যে উদ্বেগ জানিয়েছিল তা এখনো রয়েছে। তিনি বলেন তার দেশ বাংলাদেশে একটি অংশগ্রহমুলক, সুষ্ঠু, অবাধ এবং গ্রহণযোগ্য নির্বাচন হোক তা সমর্থন করে।
তিনি আরও বলেন, আইনের শাসনের মাধ্যমে বিকশিত সুশীল সমাজ নিয়ে গণতন্ত্র হচ্ছে সবচেয়ে ভাল উপায়। ঢাকা থেকে জহুরুল আলম।