বৃটেনের নাগরিকদের ইউরোপিয়ান ইউনিয়ন-ইইউ'তে না থাকার সিদ্ধান্তের ফলে বাংলাদেশের সাথে দেশটির দ্বিপাক্ষিক ও রাজনৈতিক সম্পর্কের ক্ষেত্রে তেমন কোন পরিবর্তনের সম্ভাবনা না থাকলেও ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি এবং অভিবাসনের মত ক্ষেত্রগুলোতে এর প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বাংলাদেশের একজন অবসর প্রাপ্ত সিনিয়র কূটনীতিক।
যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির ভয়েস অব আমেরিকা'র সাথে বৃটেনের ইইউ ত্যাগের পর বাংলাদেশের সাথে সে দেশের ব্যবসা বাণিজ্য, অর্থনৈতিক এবং অভিবাসন বিষয়ের ওপর কেমন প্রভাব পড়তে পারে সে ব্যাপারে কথা বলেছেন। ঢাকা থেকে জহুরুল আলম।