অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে সাম্প্রতিক সময় শিশুদের বিরুদ্ধে সহিংসতার তীব্র নিন্দা এবং গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউনিসেফ


A Bangladeshi child stands in an alley as a boy climbs a ladder outside their home at a slum in Dhaka, Bangladesh, Oct. 17, 2014.
A Bangladeshi child stands in an alley as a boy climbs a ladder outside their home at a slum in Dhaka, Bangladesh, Oct. 17, 2014.

বাংলাদেশে সাম্প্রতিক সময় শিশুদের জনসম্মুখে পিটিয়ে হত্যাসহ সহিংসতার ঘটনায় তীব্র নিন্দা এবং গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউনিসেফ। সম্প্রতি সিলেটের রাজন, খুলনায় রকিবুল এবং বরগুনার রবিউল নামের তিন শিশুকে পৈশাচিক নির্যাতনে হত্যার প্রেক্ষাপটে শিশু অধিকার বিষয়ক জাতিসংঘের এই সংস্থাটির বাংলাদেশস্থ প্রতিনিধি এডওয়ার্ড বেগবেদার বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন, এসব ঘটনায় শিশু অধিকারের গুরুতর লঙ্ঘন এবং এসব ঘটনা পুরো দেশকে নাড়া দিয়েছে। তিনি আরও বলেন, ইউনিসেফ বিশ্বাস করে, দোষীদের বিচারের আওতায় আনতে বাংলাদেশ সরকার ক্ষমতার সবটুকু প্রয়োগ করবে, যা শিশুদের বিরুদ্ধে এমন সহিংসতা বন্ধে সহায়ক হবে। এসব সহিংসতার ঘটনাকে জনসম্মুখে তুলে আনার জন্য জাতিসংঘের বাংলাদেশ প্রধান, গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করেন।

এ বিষয়ে ঢাকা থেকে আমীর খসরুর প্রতিবেদন।

please wait

No media source currently available

0:00 0:00:50 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG