অ্যাকসেসিবিলিটি লিংক

লোপাট হওয়া অর্থ উদ্ধারে বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রে আসছে


বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ থেকে লোপাট হওয়া কোটি ১০ লাখ ডলার অর্থ উদ্ধার প্রচেষ্টার অংশ হিসেবে ব্যাংকের একটি প্রতিনিধি দল রোববার রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য ঢাকা ত্যাগ করেছে।

ব্যাংকের একজন ডেপুটি গভর্নর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে প্রতিনিধি দল নিউইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংকের কর্মকর্তাদের সাথে বৈঠকের পাশাপাশি এফবিআই এবং যুক্তরাষ্ট্র জাস্টিস ডিপার্টমেন্ট কর্মকর্তাদের সাথেও বৈঠক করবেন বলে কর্মসূচি রয়েছে। ইতোপূর্বেও বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা ফেডারেল রিজার্ভ ব্যাংকের কর্মকর্তাদের সাথে একাধিকবার বৈঠক করেছেন।

এদিকে, ফিলিপাইনে চলে যাওয়া কোটি ১০ লাখ ডলারের মধ্যে ইতোমধ্যে উদ্ধার হওয়া দেড় কোটি ডলার বাংলাদেশকে ফেরত দেয়ার চূড়ান্ত উদ্যোগ দেশটি নেবে বলে জানিয়েছে। মাসেই দেশটির জাস্টিস ডিপার্টমেন্ট অর্থ ফেরত দেয়ার জন্য দেশের আদালতে আবেদন করবে। আবেদন জানানোর পরেই দেড় কোটি ডলার ফেরত পাওয়া যাবে বলে ধারণা করা হয়। তবে বাংলাদেশ পুরো কোটি ১০ লাখ ডলারই ফেরত পাবার জন্য চেষ্টা-তদবির চালিয়ে যাচ্ছে। ঢাকা থেকে আমীর খসরু।




XS
SM
MD
LG