বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন।
বুধবার ডনাল্ড ট্রাম্পকে পাঠানো পৃথক বার্তায় রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন, তাঁর নেতৃত্বে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক এবং সহযোগিতা আরও জরদার হবে।
বিএনপি চেয়ারপার্সন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াও ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন।
এদিকে, ডনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় বাংলাদেশের মানুষ মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। ঢাকা থেকে জহুরুল আলম।