অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড, পাঁচজনের আমৃত্যু কারাদণ্ড


বাংলাদেশের একটি বিশেষ ট্রাইব্যুনাল ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ চলাকালে মানবতা বিরোধী অপরাধের দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড ও অপর পাঁচজনকে আমৃত্যু কারাদণ্ড প্রদান করেছে।

সোমবার আদালত এক রায়ে বলেছে আসামিদের বিরুদ্ধে প্রসিকিউশনের আনা পাঁচটি অভিযোগের মধ্যে তিনটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামীরা হলেন আশরাফ হোসেন, আব্দুল মান্নান ও আব্দুল বারী।

আমৃত্যু কারা দণ্ডপ্রাপ্তরা হলেন অ্যাডভোকেট শামসুল হক, এস এম ইউসুফ আলী, শরীফ হোসেন, হারুন ও আবুল হাশেম। জামালপুর জেলার অধিবাসী এই আট আসামীর মধ্যে আমৃত্যু কারাদণ্ড পাওয়া শামসুল ও ইউসুফ আলী ছাড়া বাকি ৬ জন পলাতক রয়েছেন।

তাদের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় হত্যা, অপহরণ, আটক, নির্যাতন ও লুটপাটের মত মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এনেছিল রাষ্ট্রপক্ষ।

আদালতের রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করলেও আসামি পক্ষ এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপীল করেবে বলে জানিয়েছে। ঢাকা থেকে জহুরুল আলম।


XS
SM
MD
LG