অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে যুদ্ধাপরাধের অভিযোগে এক সাবেক সেনা কর্মকর্তা গ্রেফতার


War Crime
War Crime

১৯৭১ এ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালে যুদ্ধাপরাধের অভিযোগে এক সাবেক সেনা কর্মকর্তাকে পুলিশ মঙ্গলবার গ্রেফতার করেছে। যুদ্ধাপরাধের দায়ে এই প্রথম কোন বাঙ্গালি সেনা সদস্যকে গ্রেফতার করা হল।

স্বাধীনতা যুদ্ধ চলাকালে কুমিল্লায় একটি সেনাবাহিনীর ক্যাম্পের কমান্ডার মোহাম্মেদ শহিদুল্লাহ হককে গ্রেফতারের জন্য মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত একটি বিশেষ আদালত কর্তৃক গ্রেফতারির পরোয়ানা জারির কয়েক ঘণ্টার মধ্যেই তাঁর দাউদকান্দির গ্রামের বাড়ি থেকে তাকে আটক করা হয়।

রাষ্ট্রপক্ষ শহিদুল্লাহর গ্রেফতারের জন্য আদালতে যে আবেদন করেছিল তাতে তদন্তের সময় তাঁর বিরুদ্ধে মানুষ হত্যাসহ বিভিন্ন অপরাধের তথ্য পাওয়া গেছে বলে অভিযোগ করা হয়। এতে আরও বলা হয় সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে জেলে রাখার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে কারন সাবেক এই সেনা কর্মকর্তা তার এলাকার একজন প্রভাবশালী ব্যক্তি। ঢাকা থেকে জহুরুল আলম।


XS
SM
MD
LG