১৯৭১ এ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালে মানবতা বিরোধী অপরাধের দায়ে একটি বিশেষ ট্রাইব্যুনাল দুই ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে।
আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনাল মঙ্গলবার নেত্রকোনা জেলার মোহাম্মদ ওবায়দুল হক ও আতাউর রাহমান ননিকে হত্যা, গণহত্যা, অপহরণ ও নির্যাতনের মত চারটি অভিযোগের দুইটিতে মৃত্যুদণ্ড এবং অপর দুইটিতে আমৃত্যু কারাদণ্ড প্রদান করেছে।
অপর দুইটি অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের ওই দুই অভিযোগ থেকে খালাস দেয়। মানবতা বিরোধী অপরাধের দায়ে রাষ্ট্রপক্ষ তাদের বিরুদ্ধে আদালতে মোট ছয়টি অভিযোগ এনেছিল। ঢাকা থেকে জহুরুল আলম।