অ্যাকসেসিবিলিটি লিংক

বিএনপি নেতা ওসমান ফারুকের বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত শুরু


১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন অপরাধ বিচারের লক্ষ্যে গঠিত ট্রাইবুন্যালের তদন্ত সংস্থা বিরোধী দল বিএনপি'র প্রভাবশালী নেতা এবং সাবেক মন্ত্রী ড. ওসমান ফারুকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে।

ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৯৭১ সালে কর্মরত ফারুকসহ ১১ জনের বিরুদ্ধে ওই তদন্ত কাজ শুরু করা হয়েছে। তবে ড. ওসমান ফারুক এক প্রতিক্রিয়ায় তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেছেন, রাজনৈতিক উদ্দেশ্যে তাকে হয়রানির লক্ষ্যেই এই উদ্যোগ নেয়া হয়েছে।

এদিকে, যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদন্ডাদেশ প্রাপ্ত জামায়াতে ইসলামীর আমীর মওলানা মতিউর রহমান নিজামীর পক্ষ থেকে সর্বোচ্চ আদালতে মৃত্যুদন্ডাদেশের পুনঃবিবেচনা বা রিভিউ আবেদনের উপরে বৃহস্পতিবার রায় দেয়ার দিন ধার্য করেছে দেশের সর্বোচ্চ আদালত। পুনঃবিবেচনার রায় মামলার বিচারিক প্রক্রিয়ার সর্বশেষ পর্যায়। ঢাকা থেকে আমীর খসরু।

XS
SM
MD
LG