বাংলাদেশে জামায়াত-ই-ইসলামির শীর্ষ স্থানীয় নেতা মীর কাসেম আলীর ফাঁসির রায় বহাল রেখে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় সোমবার প্রকাশিত হয়েছে।
তবে আপিল বিভাগের ২৪০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ের পূর্ণ বিবরণ তাৎক্ষণিক ভাবে পাওয়া যায়নি।
১৯৭১এর স্বাধীনতা যুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের দায়ে ২০১৪ সালের ২রা নভেম্বর মীর কাসেমকে একটি বিশেষ ট্রাইব্যুনাল রাষ্ট্র পক্ষের আনা অভিযোগ সমূহের মধ্যে দুই অভিযোগে মৃত্যুদণ্ড এবং আট অভিযোগে সব মিলিয়ে ৭২ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছিল।
ট্রাইব্যুনালের দেয়া রায়ের বিরুদ্ধে ঐ বছরের ৩০শে নভেম্বর দেশের সর্বোচ্চ আদালতে আপিল করেন তিনি।
চলতি বছরের ৮ই মার্চ ট্রাইব্যুনালের রায়ের কিছু পরিবর্তন করে আপিল বিভাগ তাঁর রায়ে মীর কাসেমকে এক অভিযোগে মৃত্যুদণ্ড এবং আরও ছয় অভিযোগে ৫৮ বছর কারাদণ্ডের সাজা বহাল রাখে।
নিয়ম অনুসারে মীর কাসেম সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি পাওয়ার ১৫ দিনের মধ্যে তা পুনর্বিবেচনার জন্য আপিল বিভাগে আবেদন করতে পারবেন। এরপরও যদি ফাঁসির রায় বহাল থাকে, তবে তিনি রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইতে পারবেন। ঢাকা থেকে জহুরুল আলম।