অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে বিশেষ ট্রাইব্যুনাল


একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে টাঙ্গাইল জেলার মির্জাপুরের দানবীর রণদা প্রসাদ সাহাসহ ৭ জনকে হত্যা ও অন্যান্য মানবতা বিরোধী অপরাধের মামলার একমাত্র আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে একটি বিশেষ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার ঢাকায় তিন সদস্যের ট্রাইব্যুনাল মামলার আসামি মাহবুবুর রহমানের উপস্থিতিতে এ রায় ঘোষণা করে। মামালার বিবরণে বলা হয় আসামি ১৯৭১ সালের ৭ই মে মধ্যরাতে পাকিস্তানী হানাদার বাহিনীর ২০-২৫ জন সদস্যকে নিয়ে নারায়ণগঞ্জের বাসায় হামলা চালায় এবং রণদা প্রসাদ সাহা, তার ছেলে ভবানী প্রসাদ সাহাসহ ৭ জনকে তুলে নিয়ে হত্যা করে লাশ শীতলক্ষ্যা নদীতে ফেলে দেয়।

রায়ের পর রাষ্ট্র পক্ষের আইনজীবী রানাদাশ গুপ্ত সাংবাদিকদের বলেন, আসামীর বিরুদ্ধে আনা অপহরণ, আটকে রেখে নির্যাতন, হত্যা-গণহত্যাসহ তিনটি অভিযোগ প্রমাণিত হয়েছে। তবে আসামী পক্ষের কৌশলী বলেছেন, তাঁরা উচ্চ আদালতে আপিল করবেন।

please wait

No media source currently available

0:00 0:00:55 0:00


XS
SM
MD
LG