অ্যাকসেসিবিলিটি লিংক

দারিদ্র বিমোচনে বাংলাদেশের অর্জন হৃদয়গ্রাহী: বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট


দারিদ্র বিমোচনে বাংলাদেশের অর্জনকে হৃদয়গ্রাহী বলে আখ্যায়িত করে বর্তমানে বাংলাদেশ সফররত বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়াং কিম বলেছেন, প্রয়োজনে এ শিক্ষণীয় বিষয়টিকে অন্যান্য দেশেও ছড়িয়ে দেয়া যেতে পারে।

দারিদ্র বিমোচন দিবস উপলক্ষে সোমবার ঢাকায় এক অনুষ্ঠানে বিশ্ব ব্যাংকের প্রধান আশা প্রকাশ করেছেন যে, বাংলাদেশ এ অর্জনের ধারা অব্যাহত রাখবে।

তিনি বলেন, চরম দারিদ্র দূর করতে নতুন উদ্ভাবনী উদ্যোগ গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশ তা কয়েক দশক আগেই অনুধাবন করতে পেরেছিল। অন্যান্য খাতেও বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেন বিশ্ব ব্যাংকের প্রধান।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দারিদ্র্য বিমোচনে বাংলাদেশের উদ্ভাবনী উদ্যোগেকে বিশ্ব ব্যাংকের প্রশংসা গরিবী হঠানোর চেষ্টাকে আরও এগিয়ে নেবে।

এর আগে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সাথে বৈঠক করেন, যখন বিশ্ব ব্যাংক শিশু পুষ্টির উন্নয়নের জন্য বাংলাদেশকে ১০০ কোটি ডলার ঋণ সহায়তা দেয়ার ঘোষণা দেয়। পরে মুহিত সাংবাদিকদের বলেন, বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশের তৈরি হওয়া সমস্যার কিছু অংশ কেটে গেছে। ঢাকা থেকে জহুরুল আলম।

XS
SM
MD
LG