অ্যাকসেসিবিলিটি লিংক

জিডিপি প্রবৃদ্ধির হার ৭.০৫ শতাংশ বলে বাংলাদেশ সরকারের পূর্বাভাষে বিশ্বব্যাংকের সংশয়


বাংলাদেশ সরকার চলতি ২০১৫-১৬ অর্থ বছরে মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধির হার ৭.০৫ শতাংশ হবে বলে যে পূর্বাভাষ দিয়েছে তা অর্জনের বিষিয়ে বিশ্বব্যাংক সংশয় প্রকাশ করেছে। বিশ্বব্যাংকের 'বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে ঢাকায় এক সংবাদ সম্মেলনে সংস্থাটির ঢাকা কার্যালয়ের মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন অর্থনীতির সূচকের যে ১২ টি খাতের ওপর নির্ভর করে জিডিপি প্রবৃদ্ধির হার নির্ধারণ করা হয়, সে সকল বিষয়ে সরকারের দেয়া তথ্য মোতাবেক একমাত্র রফতানি ছাড়া অন্য সকল খাতের অর্জন ২০১৪-১৫ অর্থ বছরের তুলনায় নিন্মমুখি। ওই বছর প্রবৃদ্ধির হার ছিল ৬.৫৫ শতাংশ।

এমন প্রেক্ষাপটে সরকারের প্রক্কালিত জিডিপি প্রবৃদ্ধির হার অর্জন কিভাবে সম্ভব সে সম্পর্কে তিনি প্রশ্ন রাখেন। তিনি চলতি অর্থবছরের প্রবৃদ্ধি নিয়ে বিভিন্ন দেশিও এবং আন্তর্জাতিক সংস্থার নানা পূর্বাভাষের বিষয়টি তুলে ধরেনর যার সবগুলোই ৬ ভাগের ওপরে। তবে চলতি অর্থবছরে ৬ দশমিক ৩ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হলে তা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সন্তোষজনক বলে মন্তব্য করেছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংক অবশ্য ২০১৬-১৭ অর্থ বছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার ৬.৮ শতাংশে দাঁড়াবে বলে পূর্বাভাষ দিয়েছে।

সরাসরি লিংক

XS
SM
MD
LG