অ্যাকসেসিবিলিটি লিংক

প্রবাসে নারী কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে ঢাকায় শুক্রবার বিক্ষোভ সমাবেশ


প্রবাসে নারী কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে বাংলাদেশের রাজধানী ঢাকায় শুক্রবার বিক্ষোভ-সমাবেশ করেছেন একটি মহিলা সংগঠনের নেতা কর্মীরা।

প্রবাসী নারী শ্রমিকদের নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড সহ সমাজতান্ত্রিক মহিলা ফোরাম আয়োজিত বিক্ষোভ-সমাবেশে বক্তারা অভিযোগ করেছেন কাজ নিয়ে সৌদি আরবে গিয়ে নারী কর্মীদের নির্যাতনের শিকার হওয়ার ঘটনায় সরকার কোনও পদক্ষেপ নিচ্ছে না । বক্তারা দেশে রেমিটেন্স পাঠানো প্রবাসী নারী শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে উদ্যোগী হওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

সংবাদপত্রে আসা তথ্যের বরাত দিয়ে ফোরামের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবে কাজ করতে গিয়ে নির্যাতনের শিকার হয়ে ২০১৯ সালের জানুয়ারি থেকে অগাস্ট পর্যন্ত আট মাসে দেশে ফিরেছেন ৮৫০ জন নারী। তাদের অনেকে সেখানে শারীরিক-মানসিক ও যৌন নিপীড়নের শিকার হয়েছেন জানিয়ে প্রেস বিজ্ঞপ্তিতে জানান হয়েছে চলতি বছর দশ মাসে সৌদি আরবসহ অন্যান্য দেশ থেকে লাশ হয়ে দেশে ফিরেছেন ১১৯ জন গৃহকর্মী।

please wait

No media source currently available

0:00 0:00:49 0:00


XS
SM
MD
LG