অ্যাকসেসিবিলিটি লিংক

চীনের উহান নগরী থেকে ৩৬১ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নেয়া হয়েছে


করোনা ভাইরাস সংক্রামণের উৎপত্তিস্থল চীনের উহান নগরী থেকে ৩৬১ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্য মন্ত্রী শুক্রবার ঢাকায় সাংবাদিকদের বলেছেন বিমান, বাংলাদেশ এয়ারলাইন্স এর একটি বিশেষ উড়োজাহাজে করে শনিবার ভোর নাগাদ তাঁরা ঢাকা পৌঁছাবেন। চীন থেকে যারা দেশে ফিরছেন তাদের মধ্যে উহানে বসবাসরত ১৯ টি পরিবার এবং শিক্ষার্থীরা রয়েছেন বলে উল্লেখ করে তিনি বলেন তাঁর জানামতে এদের কেউই করোনাভাইরাসে আক্রান্ত নন। স্বাস্থ্য মন্ত্রী বলেন বাংলাদেশিরা দেশে ফিরার পরপরই তাদের ঢাকায় আশকোনা হজ ক্যাম্পে স্থাপিত আইসোলেশন ইউনিটে ১৪ দিন পর্যবেক্ষণে রাখা হবে যেখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে। (Actuality)। এদের মধ্যে কারো স্বাস্থ্য সমস্যা দেখা দিলে তাঁদের চিকিৎসার জন্য তিনটি সামরিক ও বেসামরিক হাসপাতালের কোয়ারেনন্টাইন ইউনিটে ভর্তি করা হবে।

পর্যবেক্ষণে থাকাকালীন সময়ে চীন থেকে ফিরে আসা বাংলাদেশীদের সাথে তাঁদের কোন স্বজন দেখা করতে পারবেন না বলে স্বাস্থ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন।

please wait

No media source currently available

0:00 0:00:56 0:00


XS
SM
MD
LG