অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে নুসরাতকে পুড়িয়ে হত্যার ঘটনায় পুলিশ কর্মকর্তা মোয়াজ্জেমসহ সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা


বাংলাদেশের দক্ষিন পূর্বাঞ্চলের ফেনী জেলায় মাদ্রাসা ছাত্রী নুসরাতকে পুড়িয়ে হত্যার ঘটনায় পুলিশ কর্মকর্তা মোয়াজ্জেমসহ সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন ।

রোববার ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন হত্যাকাণ্ডে যারা মদদ দিয়েছে তাদেরকেও আইনের আওতায় আনা হবে । এদিকে, নুসরাত হত্যাকাণ্ডে বিতর্কিত ভূমিকার জন্য গ্রেফতারির পরোয়ানা মাথায় নিয়ে পুলিশ কর্মকর্তা মোয়াজ্জেমের পালিয়ে যাওয়ার খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি। রোববার এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, মোয়াজ্জেমের পালিয়ে যাওয়ার ঘটনায় নুসরাত হত্যাকাণ্ডে সুষ্ঠু বিচার নিশ্চিত করতে পুলিশ কর্তৃপক্ষের সদিচ্ছা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে যা দেশে আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে রীতিমতো অশনিসংকেত।

এমনকি ইচ্ছাকৃতভাবে তাকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে কিনা সেই প্রশ্নও এখন উঠতে শুরু করেছে বলে সংস্থাটির পক্ষ থেকে মন্তব্য করা হয়েছে।

please wait

No media source currently available

0:00 0:00:47 0:00

XS
SM
MD
LG