অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে যেকোনো মহামারীর তুলনায় প্রতিদিন সড়ক দুর্ঘটনায় বেশি মানুষ প্রাণ হারাচ্ছেন: সুলতানা কামাল


বাংলাদেশের বিশিষ্ট মানবাধিকার কর্মী সুলতানা কামাল বলেছেন যেকোনো মহামারীর তুলনায় দেশে প্রতিদিন সড়ক দুর্ঘটনায় বেশি মানুষ প্রাণ হারাচ্ছেন ।

শুক্রবার ঢাকায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি আয়োজিত এক আলোচনায এমন মন্তব্য করে সুলতানা কামাল অভিযোগ করেন সুশাসন, জবাবদিহিতা ও প্রশাসন, পরিবহন মালিক-শ্রমিকদের দায়বদ্ধতার অভাবের কারনে ব্যাপক হারে সড়ক দুর্ঘটনা ঘটছে। প্রতিদিনই সড়ক দুর্ঘটনায় অনেক মানুষ মারা যাচ্ছেন বলে উল্লেখ করে তিনি বলেন সরকার পরিবহন খাতের কাউকে নিয়ন্ত্রণ করতে না পারায় এ খাতে বিরাজ করছে চরম বিশৃঙ্খলা । ফিটনেস বিহীন গাড়ি বন্ধ ও ট্রাফিক আইনের যথাযথ প্রয়োগের দাবি জানিয়ে সুলতানা কামাল বলেন দেশে সড়ক দুর্ঘটনা কমাতে যাত্রিবাহি বাসের চলাচলের ক্ষেত্রে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করতে হবে এবং শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে ।

যাত্রী কল্যাণ সমিতির সভাপতি ও সংসদ সদস্য মইনুদ্দিন খান বাদল বলেন সড়কে সাধারণ মানুষের চেয়ে ভিআইপিরা বেশি আইন ভাঙেন যা হতাশা ব্যঞ্জক।

please wait

No media source currently available

0:00 0:00:46 0:00


XS
SM
MD
LG