অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে শ্রমিক অসন্তোষের পর ১১ হাজার শ্রমিককে ছাটাই করা হয়নিঃ বিজিএমইএ সভাপতি  সিদ্দিকুর রহমান


তৈরি পোশাক প্রস্তুত ও রফতানি কারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান মজুরি নিয়ে সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের পর ১১ হাজার শ্রমিক ছাটাইয়ের খবর নাকচ করে দিয়েছেন।

রোববার ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট মিলারের সঙ্গে পোশাক শিল্পের সার্বিক পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করে সিদ্দিকুর রহমান দাবি করেন উদ্ভুত পরিস্থিতিতে চার হাজারের বেশি শ্রমিককে ছাঁটাই করা হয়নি। তিনি বলেন রাষ্ট্রদূত মিলার এ বিষয় নিয়ে কথা উঠালে তাকে জানানো হয়েছে বিজিএমইএ'র কড়া নির্দেশনা রয়েছে যাতে কোনও নিরীহ শ্রমিক যেন হয়রানি কিংবা ছাঁটাইয়ের শিকার না হন।

বিজিএমইএ সভাপতি বলেন বৈঠকে যুক্তরাষ্ট্রেরে দেয়া ১৬ টি শর্তের মধ্যে ১৫টি পূরণ হলেও এখনও জিএসপি সুবিধা না পাওয়ার বিষয়টি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের কাছে উত্থাপন করলে তিনি এ বিষয়ে শীঘ্রই আলোচনার আশ্বাস দিয়েছেন। তিনি বলেন অ্যামেরিকা থেকে কটন আমদানি করলে বিশ্বের শীর্ষ আমদানি কারক দেশ হিসেবে বাংলাদেশ কি সুবিধা পাবে তা তাঁরা রাষ্ট্রদূত মিলারের কাছে জানতে চেয়েছেন ।

please wait

No media source currently available

0:00 0:00:54 0:00

XS
SM
MD
LG