অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের উচিত অবিলম্বে আরো ৬ জন মিয়ানমার জেনারেলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করাঃ ইয়াং হি লি


মিয়ানমারে রোহিঙ্গাদের ওপরে জাতিগত নির্মূল অভিযানের সাথে সম্পৃক্ততার অভিযোগে যুক্তরাষ্ট্র সরকার ১৭জুলাই মিয়ানমারের সেনাপ্রধান ও তিনজন জেনারেলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

জাতিসংঘ একই অভিযোগে মিয়ানমারের আরো ৬ জন জেনারেলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে। জাতিসংঘের মিয়ানমার সংক্রান্ত স্পেশাল রিপোটিয়ার ইয়াং হি লি কোয়ালামপুরে জাতিসংঘের এক সম্মেলন শেষে বলেন, যুক্তরাষ্ট্রের উচিত অবিলম্বে আরো ৬ জন মিয়ানমার জেনারেলে বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র দেরিতে হলেও যে নিষেধাজ্ঞা আরোপ করেছে, তা আরো কঠিন ও কঠোর হওয়া উচিত। তাদের পরিবারের সদস্যদের ওপরে নিষেধাজ্ঞা এবং সম্পদ বায়াজাপ্ত করার জন্য তিনি আহ্বান জানান। ইয়াং হি লি চলমান সহিসংতার সময় রাখাইনে ইন্টারনেট ও মোবাইল ফোন বন্ধ করায় মিয়ানমার সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, এর ফলে বাস্তবে কি ঘটছে তা বোঝা যাচ্ছে না। এটি নতুন কৌশলে আরেক দফা জাতিগত নির্মূল কৌশল কিনা, তাও স্পষ্ট নয়।

please wait

No media source currently available

0:00 0:01:04 0:00

XS
SM
MD
LG