অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা


বর্তমানে লন্ডনে অবস্থানরত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে বাসে আগুন দেয়ার অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। দু’বছর আগে দায়ের করা এক মামলায় কুমিল্লা জেলা জজ আদালত এ পরোয়ানা জারি করেছে। এর প্রতিবাদে আগামী বুধবার রাজধানী ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে বিএনপি। সোমবার রাজধানীতে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ করেছে দলটির মহানগর শাখা ও অঙ্গ-সংগঠনগুলো। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে বলেছেন, খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারির ঘটনা আক্রোশ ও গভীর ষড়যন্ত্রমূলক। উল্লেখ্য যে, দুই বছর আগে বিএনপির আন্দোলন কর্মসূচিকে কেন্দ্র করে বাস পোড়ানোসহ নানা অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে দুই ডজনেরও বেশি মামলা দায়ের করা হয়। চিকিৎসার জন্য দীর্ঘ দুই মাস লন্ডন অবস্থানের পর আগামী ২২শে অক্টোবর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

please wait

No media source currently available

0:00 0:00:52 0:00

XS
SM
MD
LG