অ্যাকসেসিবিলিটি লিংক

প্রাণভয়ে গড়ে প্রতিদিন ১৪ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করছে: ইউএনএইচসিআর


মিয়ানমার থেকে এখনো বিপুল সংখ্যায় রোহিঙ্গা অনুপ্রবেশ অব্যাহত আছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর-এর সবশেষ হিসেবে বলা হচ্ছে, প্রাণভয়ে গড়ে প্রতিদিন ১৪ হাজারের বেশি মিয়ানমারের রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করছে অর্থাৎ প্রতি মিনিটে ১০জন করে। হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে, মিয়ানমার বাহিনী এখনো অত্যাচার-নির্যাতন অব্যাহত রেখেছে। জাতিসংঘের মানবিক সহায়তা দফতরের প্রধান আরও বিপুল সংখ্যায় রোহিঙ্গা নিজ দেশ ছেড়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে-এই মর্মে সতর্কবাণী উচ্চারণ করেছেন। বাংলাদেশের মন্ত্রী ওবায়দুল কাদের রোববার বলেছেন, যতোক্ষণ পর্যন্ত না আন্তর্জাতিক পর্যায়ে বা জাতিসংঘের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত জানা যাবে ততোক্ষণ রোহিঙ্গাদের জন্য সীমান্ত শিথিল থাকবে। এদিকে, সব রোহিঙ্গাকে কুতুপালংয়ের একটি ক্যাম্পে রাখার বাংলাদেশ সরকারের সিদ্ধান্তকে বিপদজ্জনক বলে আখ্যা দিয়ে ঢাকায় জাতিসংঘের আবাসিক প্রতিনিধি রবার্ট ওয়াটকিনস বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, এতে কোনো জটিল রোগ দ্রুত ছড়িয়ে পড়তে পারে। এক নয়, অধিক সংখ্যায় ক্যাম্প স্থাপনের পক্ষে মত দিয়েছেন তিনি।
এ মাসের যেকোনো সময় বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী মিয়ানমার সফর করবেন বলে রোববার মন্ত্রী সাংবাদিকদের জানিয়েছেন।

please wait

No media source currently available

0:00 0:00:51 0:00

XS
SM
MD
LG