অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে গরুর মাংস কেনা-বেচার ওপর নিষেধাজ্ঞা জারির পর বিভিন্ন মহলে টানাপোড়েন


Indian Prime Minister Narendra Modi waves to supporters as he campaigns for his party in the Uttar Pradesh state elections in Varanasi, India, March 4, 2017. Uttar Pradesh and four other Indian states are having state legislature elections in February-Mar
Indian Prime Minister Narendra Modi waves to supporters as he campaigns for his party in the Uttar Pradesh state elections in Varanasi, India, March 4, 2017. Uttar Pradesh and four other Indian states are having state legislature elections in February-Mar

ভারত সরকার খোলা বাজারে গরুর মাংস কেনা-বেচার ওপর নিষেধাজ্ঞা জারির পর বিভিন্ন মহলে টানাপোড়েন তৈরি হয়েছে। ঐ নির্দেশে বলা হয়েছে, শুধুমাত্র কৃষিকাজ আর দুধ সংগ্রহের জন্য গরু কেনা-বেচা করা যাবে। ভারতে গরুর মাংসের প্রচুর চাহিদা রয়েছে, এই ব্যবসার সাথে জড়িত রয়েছে কয়েক লক্ষ মানুষ। ভারত গরুর মাংস রপ্তানী করে বিপুল অর্থ আয় করে। ইতোমধ্যেই চেন্নাই-এর এক আদালত সরকারি ঐ নির্দেশের ওপর চার সপ্তাহের স্থগিতাদেশ জারি করেছে। এ বিষয় নিয়ে আমরা কথা বলেছি আমাদের কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্ত এবং কয়েকজন ভারতীয় নাগরিকের সাথে। বর্ধমানের মীর আব্দুল শফিক এবং কলকাতার দেবলীনা বসু ঐ সরকারি বিধির তীব্র সমালোচনা করেন। এ সম্পর্কে আহসানুল হকের প্রতিবেদন।


XS
SM
MD
LG