বিজেপি ক্ষমতায় আসবার পর থেকেই দেশ জুড়ে সক্রিয় হয়ে ওঠে গোরক্ষকের দল। হিংস্র আক্রমণে নিহত হয়েছেন বেশ কিছু মুসলিম। উত্তর প্রদেশে ট্রেনে এমন এক আক্রমণে মারা যায় ১৫ বছরের কিশোর, মহম্মদ জুনাইদ। দেশ জুড়ে নিন্দা হলেও নীরব ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঘটনার ৬ দিন পরে বৃহস্পতিবার শেষ পর্যন্ত এমন ঘটনার কড়া নিন্দা করে মোদি বললেন, এমন আচরণ ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের বিরোধী। গো-প্রেম আর গোরক্ষার নামে অন্য মানুষকে হত্যা এক নয়। মোদি বলেন, সরকার এমন আচরণ সহ্য করবে না, কড়া ব্যবস্থা নেবে। কংগ্রেস অবশ্য বলে, চারিদিকে প্রবল সমালোচনার ঝড় দেখেই বাধ্য হয়ে এই মন্তব্য করেছেন মোদি। গোরক্ষকেরা তো হয় বজরঙ্গ দল বা বিশ্ব হিন্দু পরিষদের অনুগামী। এ সব তাই বিজেপির আদর্শের মধ্যেই রয়েছে।
এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে গৌতম গুপ্ত।