অ্যাকসেসিবিলিটি লিংক

বৈরুতে আত্মঘাতী জোড়া বোমা হামলায় ৪৩ জন নিহত


লেবাননের রাজধানী বৈরুতের একটি আবাসিক এলাকায় বৃহস্পতিবার আত্মঘাতী জোড়া বোমা হামলায় ৪৩ জন প্রাণ হারিয়েছেন। লেবাননে শুক্রবার দেশব্যাপী জাতীয় শোক দিবস ঘোষণা করা হয়েছে ।লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে বৃহস্পতিবারের হামলায় ২’শ ঊনচল্লিশ জন আহত হয়েছেন।

ইসলামিক ষ্টেটের জঙ্গিরা অত্যন্ত জনবহুল বাণিজ্যিক এবং আবাসিক বুর্জ আল বারাজনে এলাকায় বিস্ফোরণের দায়িত্ব স্বীকার করেছে। ঐ এলাকাটি হেজবোল্লাহ নিয়ন্ত্রিত এবং হেজবোল্লাহ বাহিনী সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আসাদকে সমর্থন করে। পুলিশ জানিয়েছে কয়েক মিনিটের ব্যবধানে দুটি বিস্ফোরণ ঘটে তবে তৃতীয় আরেক জন আত্মঘাতী বোমারুর দেহ ধ্বংসস্তূপের ভেতরে পাওয়া যায় ---যার কোমরের বেল্টের সেটে রাখা বোমা বিস্ফোরিত হয়নি।

XS
SM
MD
LG