অ্যাকসেসিবিলিটি লিংক

বৈরুতের সহায়তায় ৩০০ মিলিয়ন ডলারের প্রতিশ্রুতি 


বৈরুতে গত সপ্তাহের প্রচন্ড বিস্ফোরণ, ক্ষয়ক্ষতি ও জনগণের প্রাণহানির সাহায্যার্থে বিশ্ব নেতারা, রবিবার, প্রায় ৩০০ মিলিয়ন ডলারের প্রতিশ্রুতি দিয়েছেনI ফরাসি প্রেসিডেন্ট, এমানুয়েল ম্যাক্রো'র আয়োজনে অনুষ্ঠিত, টেলিকনফারেন্সে বিশ্ব নেতারা জানান যে, এই সহায়তা হতে হবে সময়োচিত, পরিপূর্ণ এবং জনগণের চাহিদার সঙ্গে সঙ্গতিপূর্ণ এবং যে সহায়তা অত্যন্ত দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে সরাসরি লেবাননের জনগণের কাছে পৌঁছাতে হবেI

প্রেসিডেন্ট ম্যাক্রো'র দপ্তর থেকে জানানো হয় যে, এই সহায়তাকে কোনো রাজনৈতিক বা প্রাতিষ্ঠানিক সংস্কারের সঙ্গে সম্পৃক্ত করা যাবে নাI এলেসি প্যালেস থেকে জানানো হয়, এছাড়াও দীর্ঘমেয়াদি সহায়তার প্রতিশ্রুতি দেয়া হচ্ছে, তবে কর্তৃপক্ষ, কতটুকু সংস্কার সাধন করতে পারবেন, তাঁর ওপর তা নির্ভর করবেI

XS
SM
MD
LG